টুকেরবাজার ইউনিয়ন পরিষদ ইতিহাস
টুকেরবাজার ইউনিয়ন মুক্তাগাছা একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন পরিষদ ।এই ইউনিয়নটি অনেক বরেণ্য ব্যক্তির জন্ম স্থান ।১৯৭১ সালে বড়গ্রাম ইউনিয়নেয় মুক্তি যোদ্দা গণ পাক হানাদার বাহিনীর সাথে তীব্র প্রতিরোধ গরে তোলে । তবে অত্যন্ত পরিতাপের বিষয় যে ,মুক্তি যোদ্দের মাঝামাঝি সময়ে রাজাকার বাহিনীর সহযোগীতায় পাকহানাদার বাহিনী বিভিন্ন গ্রাম নিরাপরাদ ২১জন মানুষ কে ধরে এনে লাইন করে দার করিয়ে সরাসরি গুলি করে হত্যা করে । কালের পরিক্রমায় ২০০৯ সালে মির্জাকন্দায় বাইশা বিলের একটি বধ্যভূমি নির্মিত হয় । বড়গ্রামইউ ঘটে গেছে এই ইউনিয়নে অনেক ঘটনা। এখনও অনেকেই তার নীরব স্বাক্ষী । মুক্তিযুদ্ধের সময়কার ইতিহাস বাংলাদেশের সকল স্থানের মত আমাদর ইউনিয়নেরও রয়েছে করুন পরিনতি। যা শুনলে এখনও গাঁ শিউরে উঠে। কিন্তু কালের বির্বতনে ঘটেছে অনেক উন্নতি
চেয়ারম্যানের বাণী
জনাব মোঃ আবদুর রহমান
চেয়ারম্যান
সচিবের বাণী
জবাব মোহাম্মদ ইসমাঈল
সচিব
ইউপি সদস্য